
লিয়াকত আলী বাবলু: মহাদেবপুরে জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনব্যাপী প্রচার অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার জিয়া শিশু পার্কে এই প্রচার অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রেজোয়ানুল হক প্রধান অতিথি হিসেবে এই প্রচার অভিযানের উদ্বোধন ঘোষণা করেন। নেটস বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ডসকো ফাউন্ডেশন এই প্রচার অভিযানের আয়োজন করে। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডাসকো ফাউন্ডেশন মহাদেবপুরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, গণস্বাক্ষর, প্রচারপত্র বিলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডাসকো ফাউন্ডেশন মহাদেবপুর উপজেলার টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন এর সঞ্চালনায় এবং সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার রেজোয়ানুল হক। এসময় গ্রাম ইউনিয়ন ও উপজেলা সিএসও সদস্য বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোরশেদা বেগম, আব্দুল মতিন, শেফালী রানী কর্মকার, ববিতা রানী মন্ডল, দীপঙ্কর লাকড়া , ডাসকো মহাদেবপুর উপজেলা ফ্যাসিলিটিটর মিলিতা মুরমু, শুক্লা দেব প্রমূখ।।