
লাবিবা খানম লিছা: মহাদেবপুরে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন উপলক্ষে আত্ম অনুসন্ধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহাদেবপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলার সমাজ সেবা অফিসের মোঃ রেজোয়ানুল হক। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা আইসিটি অফিসার শাহীনারা প্রমূখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার ৪০ টি ক্যাপিটেশন গ্রান্ড প্রাপ্ত এতিমখানার শিক্ষক এবং ছাত্ররা অংশগ্রহণ করেন। উপজেলা সমাজসেবা অফিসার রেজোয়ানুল হক তার বক্তব্যে উল্লেখ করেন যে, মহাদেবপুর উপজেলায় ১৪ হাজার ৮শ ৯৯ জন বয়স্ক ভাতা, ৮হাজার ৩৯ জন বিধবা ও স্বামী নিগৃহীতা, ১৮ হাজার ৮ শ ৮৮ জন প্রতিবন্ধী ভাতা, ৩ জন হিজড়া ভাতা,১ শ ৫০ জন অনগ্রসর ভাতা, ৩৫ জনকে অনগ্রসর শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। তাছাড়া ৫৬ টি সমিতির মাধ্যমে ১ কোটি ৭৫ লক্ষ ৯২ হাজার টাকার সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে এবং ৪০ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ৭ শ ৩৩ জন গ্র্যান্ড প্রাপ্ত শিশুকে. ২ হাজার টাকা করে মাসিক প্রদান করা হয়। তাছাড়াও ছয়টি জটিল রোগে আক্রান্ত ১শ ৭৪ জন রোগীকে ২০২৪ ২০২৫ অর্থবছরে ৫০ হাজার টাকা করে মোট ৮৭ লক্ষ্য টাকা এককালীন অনুদান দেওয়া হয়েছে এবং উপজেলা সমাজ কল্যাণ কমিটির সুপারিশের ১ লক্ষ্য ১০ হাজার টাকা অসহায় ব্যক্তিদের এককালীন অনুদান, ক্ষুদ্র নিগুষ্ঠি ব্যক্তিদের ২ লক্ষ ৫৬ হাজার টাকা এককালীন অনুদান, ভিক্ষুক পুনর্বাসন ৪ লক্ষ টাকা প্রদান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সমূহ কে ৭২ হাজার টাকা এককালীন অনুদান প্রদান করা হয়েছ।#
















