লিয়াকত আলী বাবলু: মহাদেবপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। সাম্য ও সমতায় , দেশ গড়বে সমবায় এই স্লোগানকে সামনে রেখে
১ নভেম্বর শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে এই দিবসটি উদযাপনের আয়োজন করে।
উপলক্ষে জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচি গুলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন ,শোভাযাত্রায় নেতৃত্ব এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। এ সময় উপসহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল মোমেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমা আক্তার, আইসিটি অফিসার শাহীন আরা রুমি , সহকারী সমবায় পরিদর্শক পরিমল চন্দ্র মন্ডল জ্যোৎস্না বান, নার্সারি সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুমন হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, উপজেলার ১৪৩ টি সময় সমিতির মধ্যে ৮০ টি সমবায় সমিতি ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠান গুলিতে অংশগ্রহণ করে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে।