
লিয়াকত আলী বাবলু: মহাদেবপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সহ বিভিন্ন মামলায় ৪ জনকে আটক করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। ২৯ জুলাই দিবাগত রাত থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাদেবপুর থানা পুলিশ রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলায় ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। থানা পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা গ্রামের আব্দুস সামাদের পুত্র এবং উল্লেখিত ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সোবহান (৫৭), চুরি মামলায় এনায়েতপুর ইউনিয়নের কালুশহর গ্রামের নাসির উদ্দীনের পুত্র রবিউল ইসলাম (২৫), মাদক মামলায় উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জ উত্তরপাড়া গ্রামের মৃত আছির উদ্দীন সরদারের পুত্র ফিরোজ সরদার (৩৮) এবং নিয়মিত মামলায় বদলগাছী উপজেলার পয়নারী গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র শফিকুল ইসলাম (৪৩) কে আটক করে জেলা হাজতে প্রেরণ করেছে।


