
লিয়াকত আলী বাবলু: মহাদেবপুরে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে । ১৪ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে এসব হুইলচেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক ,উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম ,যুবদলের যুগ্ন আহবায়ক জিএস মাসুদুর রহমান মৃধা টিক্কা, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে মহাদেবপুর উপজেলা সমাজসেবা অফিস উপজেলার ১১ জন অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করে। উল্লেখ্য যে ,২০২৪ /২০২৫ অর্থবছরে উপজেলা সমাজসেবা অফিস থেকে মোট ১৩ জন অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হলো।