
স্টাফ রিপোর্টার: রাজশাহী-৫ আসন (পুঠিয়া-দূর্গাপুর) হতে সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছিলেন বিএনপি নেতা ও গ্র্যান্ড রিভারভিউ এর স্বত্বাধিকারী জননেতা ইসফা খাইরুল হক শিমুল। কিন্তু কাগজে কিছু অসঙ্গতি থাকায় রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আক্তার তাঁর মনোনয়ন বাতিল করেছিলেন। এ নিয়ে তিনি আপিল করলে মঙ্গলবার মহামান্য হাইকোর্ট তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন বলে জানান ইসফা খাইরুল হক শিমুল।
এ বিষয়ে জানতে চাইলে শিমুল বলেন, তিনি আশাবাদী ছিলেন তাঁর মনোনয়ন বৈধ হবে। সৃষ্টিকর্তা তাঁর দিকে বিশেষ রহমত করেছেন। তাঁর মনোনয়ন বৈধ হওয়ায় পুটিয়া-দূর্গাপুরে বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারের মধ্যে স্বস্তির নিশ্বাস ফিরে এসেছে। তিনি আরো বলেন, সতের বছর অবৈধ সরকারকে দেশ থেকে বিতারিত করার আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। এছাড়াও এলাকার মানুষের পাশে তিনি সর্বদা ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, তিনি নির্বাচিত হলে তাঁর সংসদীয় আসনে জনগণের পাশে সর্বদা থাকবেন। সেইসাথে তিনি রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, বেকারত্ব সমস্যা লাঘব, নারী ক্ষমতায়ন ও উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহন এবং মাদক, চাঁদাবাজী ও ভূমিদস্যুদের তাঁর এলাকায় ঠাঁই হবেনা বলে জানান তিনি। এছাড়াও তিনি পুঠিয়া-দূর্গাপুরে জনেগণের ভাগ্য উন্নয়নের সার্বক্ষণিক কাজ করে যাবেন বলে জানান তিনি।
এদিকে পুঠিয়া-দূর্গাপুর এলাকার জনগণ বলেন, এই আসনে বিএনপির যে প্রার্থী রয়েছেন, তিনি জনবিচ্ছিন্ন একজন প্রার্থী। এজন্য তারা ভোট দেয়া নিয়ে গভীর চিন্তায় ছিলেন। এখন ইসফা খাইরুল হক এর মনোনয়ন বৈধ হওয়ায় তারা তাঁকেই ভোট দিয়ে বিজয়ী করবেন বলে জানান তারা।















