
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায়
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পবার খড়খড়ি বাজারে পবা উপজেলা বিএনপির কার্যালয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
এর আগে সেখানে বেগম জিয়ার জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন নেতা কর্মীরা।
তারা বলেন আমরা এমন একটি নেত্রীর দল করি যে নেত্রী দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
যিনি তার জীবন দশায় গণতন্ত্র রক্ষায় দেশের মানুষের জন্য কাজ করেছেন সব সময়।
বাংলাদেশের রাজনীতিতে আপসহীন নেত্রী উপাধি পেয়েছিলেন আমাদের দেশ মাতা।
সকলে দেশ নেত্রীর জন্য দোয়া করবেন মহান আল্লাহ তায়ালা যেনো প্রিয় নেত্রীকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,
কৃষক দলের সদস্য সচিব পবা উপজেলা আলমগীর হোসেন। পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম।
পবা উপজেলা বিএনপির সদস্য সচিব মকলেসুর রহমান রেন্টু।
পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক।
পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোট সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















