শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যালয়ের সভাপতি পদ নিয়ে বিএনপির দুই পক্ষের সং*ঘর্ষে আ*হত ৬

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে বিদ্যালয়ের সভাপতি পদ নিয়ে বিএনপির দুই পক্ষের বিরোধ থেকে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। রোববার বেলা ১১টায় সরদহ ইউনিয়নের পাটিয়াকান্দী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন জাহাঙ্গীর হোসেন (৪৫), শাজাহান আলী মণ্ডল (৫৫), সেলিম রেজা (২৫), আমান উল্লাহ (৫৫), কাজী আহম্মেদ (৫৫) ও শাবু সরদার। তারা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন ও কাজী আহম্মেদের মধ্যে বিদ্যালয়ের সভাপতির পদ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। এক মাস আগে জাহাঙ্গীরের সমর্থকরা প্রধান শিক্ষক একেএম জাকারিয়া হোসেনকে বিদ্যালয় থেকে বের করে দেন এবং ফটকে তালা লাগিয়ে দেন। রোববার কাজী গ্রুপের সমর্থনে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশ করাতে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

 

চারঘাট থানার ওসি আফজাল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD