
আমির হামজা,পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। গত কয়েক দিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের সংসার চালানো আরও কঠিন হয়ে পড়েছে। তবে স্বস্তির বিষয় হলো—আগের তুলনায় কমেছে দেশি মুড়িকাটা পেঁয়াজের দাম।
মঙ্গলবার (৬ জানুয়ারি) উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ হাট রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর হাটবাজার ঘুরে দেখা যায়, সপ্তাহখানেক আগের তুলনায় বেগুন, টমেটো, শিম, করলা, লাউসহ প্রায় সব সবজির দাম বেড়েছে। বর্তমানে টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৯০–১০০ টাকায়। নতুন লাল আলুর দাম ৫০–৬০ টাকা, বেগুন ৭০–৯০ টাকা, ফুলকপি ৫০–৬০ টাকা, খিরা ও শসা ৫০–৮০ টাকা, মূলা ৫০–৬০ টাকা এবং শিম ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে কেজিপ্রতি ৪০–৬০ টাকায়, যা আগের তুলনায় কিছুটা কম।
বাজারে আসা ক্রেতা মাহাবুব বলেন, “আয়ের তুলনায় সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তারপরও খাইতে হলে কিনতে হয়।” অতিরিক্ত দামের কারণে অনেকেই প্রয়োজনের তুলনায় কম সবজি কিনে বাজার ছাড়ছেন বলে জানান তিনি।
সবজি বিক্রেতা শরিফ হোসেন বলেন, “পাইকারি বাজারে সবজির সরবরাহ কম রয়েছে এবং কিছু সবজির মৌসুম শেষ হওয়ায় দাম বেড়েছে।” তিনি আরও জানান, নতুন মৌসুমের সবজি বাজারে এলে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন তারা।
হঠাৎ দামের এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক হলে সবজির বাজারে স্বস্তি ফিরবে—এমনটাই প্রত্যাশা ক্রেতা ও বিক্রেতা উভয়ের।