
আমির হামজা,পুঠিয়া প্রতিনিধি: গত ৩১ ডিসেম্বর বানেশ্বর শিশু একাডেমীতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং পুঠিয়া–দুর্গাপুর (রাজশাহী-৫) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ মনজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। নৈতিকতা ও আদর্শিক শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই পড়ালেখার পাশাপাশি চরিত্র গঠন ও ইসলামী মূল্যবোধ চর্চার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।