
স্টাফ রিপোর্টার, পুঠিয়া:
রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বরে মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত শাহাদত হোসেন সাধু (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে পুঠিয়ার বানেশ্বর খুটিপাড়া পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল। নিহত শাহাদত হোসেন সাধু বানেশ্বর খুটিপাড়া এলাকার নরুল ইসলামের ছেলে।
কীভাবে ঘটেছিল দুর্ঘটনা?
গত ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ৩টার দিকে শাহাদত হোসেন সাধু ও পাপ্পু নামের এক যুবক ইয়ামাহা ফেজার ১৫০ সিসি (বান্দরবান ল-১১-০৫৮৯) মোটরসাইকেলে করে বানেশ্বর ট্রাফিক মোড় থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। বানেশ্বর তেল পাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী মিনি পিকআপ (রাজ মেট্রো ন-১১-০৪৫৯)-এর সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরে পবা (শিবপুরহাট) হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুর্ঘটনার পর থেকে ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত শাহাদত হোসেন সাধু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।