
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা, অর্থসহ কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বানেশ্বর শহীদ নাদের আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ২২০টি কোরআন বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্বের সভাপতি রুবেল আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।
প্রধান অতিথি মোস্তাকুর রহমান জাহিদ তার বক্তব্যে বলেন, বদর দিবস আমাদের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এটি শুধু যুদ্ধের নয়, বরং ঈমান, ত্যাগ ও ন্যায়ের প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। তরুণ প্রজন্মকে ইসলামের আদর্শ ও কোরআনের আলোকে নিজেদের গড়ে তুলতে হবে। কোরআনের শিক্ষা শুধু পড়ার জন্য নয়, বরং তা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে দিয়ে উন্নত জীবন গড়াই মূল লক্ষ্য হওয়া উচিত।
এ সময় তিনি শিক্ষাথীদের উদ্দেশ্যে বলেন , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নের জন্য কাজ করছে। কোরআন বিতরণের মাধ্যমে আমরা চাই তরুণরা সঠিক পথ চলার দিক খুঁজে পায় এবং নিজেদের আলোকিত জীবন গঠনের সুযোগ সৃষ্টি করুক।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সেক্রেটারি গোলাম মর্তুজা, পুঠিয়া উপজেলা জামায়াতে আমির মনজুর রহমান, রাজশাহী জেলা পূর্ব ছাত্রশিবিরের সাবেক সভাপতি তরিকুল ইসলাম-সহ থানা ও উপজেলা শাখার বিভিন্ন পদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।