
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘায় একটি স্কুল পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয় এবং বিদ্যালয় ক্যাম্পাসে চলে ব্যাপক বি*ক্ষোভ।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে বন্ধ হয়ে যায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা।
এ ঘটনার সূত্রপাত হয় সোমবার (২৭ জানুয়ারী), সকাল ১১ টা ৩০ মিনিটে উপজেলার বাউসা হারুন অর-রশিদ-শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে। একপক্ষ প্রধান শিক্ষক আনিসুর রহমানের পদত্যাগ দাবি করে এবং বিদ্যালয় কমিটি গঠন নিয়ে তীব্র প্রতিবাদ জানায়। পরিস্থিতি আরও উ*ত্তপ্ত হয় যখন অপর পক্ষ পাল্টা প্রতিবাদ মিছিল নিয়ে শিক্ষার্থীদের সামনে এসে দাঁড়িয়ে। এতে বিদ্যালয়ে একটি অস্থির পরিবেশ সৃষ্টি হয়।
জানা যায়, একটি প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রথমে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেন এবং পরবর্তীতে কিছু শিক্ষককে লাঞ্চিত করেন। স্থানীয় জনগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
এদিকে, রাজনৈতিক দলের নেতারা দাবি করেছেন যে, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে নিয়োগ বানিজ্য এবং নানা দুর্নীতি চালিয়ে আসছেন। তাদের অভিযোগ, তিনি টাকার বিনিময়ে বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কিছু কর্মচারী নিয়োগ দিয়েছেন, যার কোনো হিসাব তিনি বা আগের কমিটির সভাপতি ছাড়া অন্য কেউ জানে না। তাঁরা প্রধান শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করার জন্য বিক্ষোভের মাধ্যমে তার অফিস কক্ষে তালা মেরে দেন।
অন্যদিকে, প্রধান শিক্ষক আনিসুর রহমান জানিয়েছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় দুটি পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এক পক্ষ দাবি করছে তাদের তিনজনের নাম শিক্ষা বোর্ডে প্রেরণ করা হোক, আর অন্য পক্ষ একই দাবি করছেন তাদের পক্ষে যুক্তি থাকা সত্ত্বেও। এই দ্বন্দ্বের কারণে দুই রাজনৈতিক দলের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, ঘটনার পর তিনি ঘটনাটি জানার পর দ্রুত পুলিশ পাঠান। পুলিশের সহায়তায় প্রধান শিক্ষক অফিস কক্ষের তালা খুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও ক্রীড়া প্রতিযোগিতার পুনরায় আয়োজন হয়নি, তবে শীঘ্রই এটি আবার শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে।