
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলার ১০ নম্বর মারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তার দায়িত্ব পালনকালে ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম ও পরিষদের কার্যক্রমে গতিশীলতা এসেছে বলে স্থানীয়দের দাবি।
ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট সূত্র জানায়, আশরাফুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর পরিষদের সেবাদান কার্যক্রম আরও নিয়মতান্ত্রিক হয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার ১০ নম্বর মারিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী ডিএম জিয়ার পক্ষে সাংগঠনিক কার্যক্রম ও জনসংযোগে অংশ নিচ্ছেন আশরাফুল ইসলাম। স্থানীয় পর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে এবং নির্বাচনী প্রস্তুতি জোরদারে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।