
আশিক ইসলাম, বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারার সাবেক মন্ত্রী মরহুম সরদার আমজাদ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাগমারা উপজেলার হামিরকূৎসা গ্রামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুম সরদার আমজাদ হোসেন (১৯৩৯ — ১৯ ডিসেম্বর ২০১৪) বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মন্ত্রিসভায় প্রথমে প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি তৎকালীন রাজশাহী-১২ ও রাজশাহী-৩ আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। রাজশাহীর বাগমারা অঞ্চলের রাজনীতিতে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান।
উল্লেখ্য, তিনি ২০১৪ সালের ১৯ ডিসেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বাড়ি বাগমারা উপজেলার হামিরকূৎসা গ্রামে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের আয়োজন করেন তার পুত্র সরদার সানিয়াত হোসেন শুভ। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনে বিএনপির মনোনয়ন পান বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া। মনোনয়ন পাওয়ায় সরদার সানিয়াত হোসেন শুভ তার প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিন পবিত্র জুম্মা নামাজের পর বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া বাগমারা উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুম সরদার আমজাদ হোসেনের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ. ন. ম. সামসুর রহমান মিন্টু, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আ. রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, জিসাস বাগমারা উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল, উপজেলা তাঁতিদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল জলিল, হামিরকূৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিন শাহ, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল হক, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন (মুহুরী)সহ উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
















