
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন। এই দলের স্বার্থে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনে সহায়তা করবেন।
আওয়ামীলীগ সরকার পতনের পর দেশে প্রথম সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (১৯ মার্চ) বাঘা উপজেলার বারখাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাজুবাঘা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট আইনজীবি ফিরোজ আহমেদ রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আবু সাঈদ চাঁদ আরো বলেন , একটা গোষ্ঠী (দল) বিএনপি’কে ভাঙার চেষ্টা করছে। তবে তাদের সেই আশা কখনো পূর্ণ হতে দেয়া যাবে না। বিএনপি অনেক নির্যাতন-নিপিড়ন সয্য করে এখনো টিকে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহার আলী, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম , সাংগঠনিক সম্পাদক আলা উদ্দীন ও রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার।
এ সময় উপস্থিত ছিলে ইউনিয়ন বিএনপির কোষাধক্ষ্য রফিকুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ জনি, স্বেচ্ছাসেবক দলের নেতা সহিদুল ইসলাম, রাজশাহী জেলা আইন ছাত্র ফোরামের আহ্বায়ক মাহাবুব আলম জনি, বিশিষ্ট সমাজ সেবক তুরাপ আলী ও আব্দুর রাজ্জাক-সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক-সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।