নিরাপত্তা জোরদার, অংশ নিয়েছেন পাঁচ লাখ মুসল্লি
নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মাওলানা জোবায়ের অনুসারী তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমা আনুষ্ঠানিক বয়ান করেন জর্ডানের শেখ উমার খতিব, যার বাংলা তরজমা করেন মাওলানা ইব্রাহীম। এছাড়া, বিভিন্ন সময়ে বয়ান করেন বাংলাদেশ ও ভারতের ওলামায়ে কেরাম।
দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিরা ইজতেমা মাঠের ৬৮টি খিত্তায় অবস্থান নিয়েছেন। পাঁচ লাখের বেশি মুসল্লি এতে অংশ নিয়েছেন, যার মধ্যে ৪৬টি দেশের ১৫৮০ জন বিদেশি রয়েছেন।
এ পর্যন্ত তিনজন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন— আমিরুল ইসলাম (৪০), আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও সাবেদ আলী (৭০)। তাদের মধ্যে একজন ইজতেমা ময়দানে এবং দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শ্বাসকষ্টসহ নানা অসুস্থতায় ৩৮ জন মুসল্লি শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে একজন বিদেশি ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।
ইজতেমা ময়দানের নিরাপত্তায় পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে মাঠে কাজ করছেন। আয়োজক কমিটির ব্যবস্থাপনায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।#