
নওগাঁর পোরশায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “দেশপ্রেম ও মূল্যবোধের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে”—এই বিষয়কে কেন্দ্র করে প্রতিযোগিতায় বিপক্ষ দল হিসেবে শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় এবং পক্ষে শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফ আদনান প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
বিচারক ও মডারেটর:
বিচারক প্যানেলে ছিলেন মো. আব্দুল খালেক, কনক রায় (একাডেমিক সুপারভাইজার), এবং মোহাম্মদ আলী (প্রভাষক, ইংরেজি, নিতপুর মহিলা আলিম মাদ্রাসা)। বিতর্কের মডারেটরের দায়িত্ব পালন করেন মো. সাদেকুল ইসলাম (সহকারী শিক্ষক, বিজ্ঞান, নিতপুর মহিলা আলিম মাদ্রাসা)।
চ্যাম্পিয়ন ও রানারআপ:
প্রতিযোগিতায় শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
বিতর্ক প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও সততার চেতনা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।