
আমির হামজা, স্টাফ রিপোর্টার: গত ০২ ডিসেম্বর সন্ধ্যায় পুঠিয়া থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সৌজন্য কুশলাদি বিনিময় করেন পুঠিয়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
বিদায়ী ওসির প্রতি কৃতজ্ঞতা, সহযোগিতাপূর্ণ আচরণ এবং এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে তাঁর ভূমিকার প্রশংসা করেন জামায়াত নেতারা।
সাক্ষাৎকালে উভয় পক্ষই পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
একে অপরের সুস্থতা ও ভবিষ্যৎ সাফল্য কামনা করে সাক্ষাৎ শেষ হয়।


