
আমির হামজা, পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে, কাচারী মাঠে অবৈধভাবে গড়ে ওঠা দোকানঘর উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। অভিযানে কাচারী মাঠ এলাকায় গড়ে ওঠা বিভিন্ন ধরনের অবৈধ দোকানঘর ও স্থাপনা অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযানে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক। এছাড়াও উপস্থিত ছিলেন হাট ইজারাদার মোঃ জাকির হোসেন (রাসেল), বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে কাচারী মাঠ এলাকায় অবৈধভাবে দোকানঘর গড়ে ওঠায় জনসাধারণের চলাচল ও হাটের স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছিল। উচ্ছেদ অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তির অনুভূতির পাশাপাশি বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমি দখলমুক্ত রাখতে এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।