
পুঠিয়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ রাজশাহীর পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান। গণমানুষের নেতা হিসেবে পরিচিত এই রাজনীতিক আবারও নির্বাচিত হয়ে মানুষের পাশে থাকতে চান।
গণ্ডগোহালি গ্রামের মৃত আলী হোসেন খানের সন্তান আল মামুন খান ২০০৫ সালে বিএনপিতে যোগ দেন। তার রাজনৈতিক পথচলায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে পুঠিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ অন্যতম।
২০২০ সালে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীককে পরাজিত করে ধানের শীষ নিয়ে বিপুল ভোটে পুঠিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। দীর্ঘ ১৯ বছরের রাজনৈতিক জীবনে প্রতিহিংসার শিকার হয়ে একাধিক মামলায় আসামি হন, এমনকি জেলও খাটেন।
আল মামুন খান বলেন, “বিএনপি মানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। বিএনপি গণমানুষের সুখ, শান্তি ও কল্যাণে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে গুম-খুনের শিকার বিএনপির নেতাকর্মীদের বিচার চাই। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”
স্থানীয় মানুষের দাবি, আল মামুন খান এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তার দায়বদ্ধতা প্রমাণ করেছেন। তিনি আবারও মেয়র নির্বাচিত হয়ে জনগণের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।
জনগণের আস্থা নিয়ে তিনি পুঠিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত।