সোমবার | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় ৩৮ কেজি গাঁজাসহ চালক ও হেলপার গ্রেফতার

মোঃ মেহেদী হাসান/স্টাফ রিপোর্টার পুঠিয়াঃ রাজশাহীর পুঠিয়ায় অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। একটি সিঙ্গেল কেবিন পিকআপ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) ভোর ৫টা ৩০ মিনিটে পুঠিয়া থানাধীন বিড়ালদহ মাজার এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব-৫ এর সিপিএসসি আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার জেডা গ্রামের আবু আলী ছেলে ড্রাইভার শেখ মো. ফয়সাল মিয়া (২৬), এবং ব্রাহ্মণবাড়িয়া সদর নয়নপুর গ্রামের আব্দুল আলী ছেলে হেলপার মো. আলম (২৫)।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি পিকআপে করে মাদকের বড় চালান নিয়ে আসছে কিছু ব্যক্তি। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে পিকআপটির গতিবিধি শনাক্ত করে পুঠিয়ায় অভিযান চালানো হয়। পিকআপের চালকের সিটের নিচে লোহার পাত দিয়ে তৈরি বিশেষ চেম্বারে মাদকদ্রব্যগুলো লুকানো ছিল। চেম্বারটি এতটাই দক্ষতার সঙ্গে তৈরি করা হয়েছিল যে স্বাভাবিক দৃষ্টিতে তা শনাক্ত করা সম্ভব নয়। অভিযানে ৩৮.২ কেজি গাঁজা, একটি পিকআপ, দুইটি মোবাইল, দুইটি সিম কার্ড এবং নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়। আটক দুই ব্যক্তি আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

উক্ত ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD