
আমির হামজা, স্টাফ রিপোর্টার: বিসমিল্লাহির রাহমানির রাহিম” উচ্চারণের মাধ্যমে পুঠিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো নির্বাচনী শ্রমিক সমাবেশ ২০২৫।
আজ শুক্রবার, (৫ ডিসেম্বর) বিকেল ৪.০০ ঘটিকায় পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এ গুরুত্বপূর্ণ সমাবেশ।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পুঠিয়া উপজেলা।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মাদ নুরুজ্জামান লিটন,
সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা এবং রাজশাহী–৫ (পুঠিয়া–দূর্গাপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী।
তিনি শ্রমিক অধিকার, ন্যায়সঙ্গত মজুরি, সামাজিক নিরাপত্তা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,
“শ্রমিকেরা দেশের মেরুদণ্ড। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে দেশের অগ্রগতি সম্ভব নয়।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,
মাওলানা মনজুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পুঠিয়া উপজেলা মাওঃ শফিকুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজশাহী জেলা
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,এ্যাডভোকেট মোঃ আমিনুল হক,
সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পুঠিয়া উপজেলা।
সমাবেশে শ্রমিক, নেতা-কর্মী, ও স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ছিল প্রাণবন্ত ও উৎসাহে ভরপুর। বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে, শ্রমিকদের অধিকার আদায়ে এ ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।


