
আমির হামজা, পুঠিয়া প্রতিনিধি: ইসলামে মানুষের জান-মালের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্র ও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। অথচ দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা–রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারসহ বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনজীবন আজ চরম ঝুঁকির মুখে পড়েছে।
খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী, চালক ও পথচারী। সরেজমিনে দেখা গেছে, বড় গর্তের কারণে ভারী যানবাহনগুলো রাস্তার এক পাশ ঘেঁষে চলাচল করতে বাধ্য হচ্ছে। ফলে পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে দোকানদারদের দ্বারা ফুটপাত দখল হওয়ায় সাধারণ মানুষ বাধ্য হয়ে জীবন ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়েই চলাচল করছেন।
ইসলামে রাস্তা ও জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টি করাকে অন্যায় হিসেবে দেখা হয়। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে কিছু গর্তে সাময়িকভাবে ইট ফেলে চলাচলের ব্যবস্থা করা হলেও স্থায়ী সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। এতে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান জানান, মহাসড়কের খানাখন্দ ও ফুটপাত দখলের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। ইতোমধ্যে কিছু অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে এবং পথচারীদের সুবিধার জন্য শিগগিরই বাকি অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, ইসলামের ন্যায়বিচার ও জনকল্যাণের আদর্শ অনুসরণ করে দ্রুত সড়কের স্থায়ী সংস্কার এবং ফুটপাত দখলমুক্ত করে নিরাপদ যান ও পথচারী চলাচলের পরিবেশ নিশ্চিত করা হবে।