
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নতুন রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যার পর উপজেলার বেলপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধাদাশ বাজারে এই ওয়ার্ড অফিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন পরবর্তী এক সাধারণ আলোচনার আয়োজন করা হয়।
বেলপুকুর ইউনিয়ন আমির মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পুঠিয়া উপজেলা আমির ও রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মনজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ ও সেবামূলক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন। রাজশাহী জেলা শাখার সূরা ও কর্ম পরিষদ সদস্য মিনহাজুল ইসলাম, বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজের শিক্ষক ওমর ফারুক, বেলপুকুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ নুর মোহাম্মদ, বেলপুকুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আবুল কালাম আজাদ।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ রুবেল আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান বিজয়, ছাত্রশিবিরের বেলপুকুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এরশাদ আলী ও সাইদ তানিম, সাবেক সেক্রেটারি মোঃ ইউনূস আলী, শ্রমিক কল্যান ফেডারেশনের ধাদাশ ইউনিটের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, জামায়াত মনোনীত ৩ নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী শাহেব আলী।