
আমির হামজা,পুঠিয়া প্রতিনিধি: মুঙ্গলবার (৩০ ডিসেম্বর) পুঠিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিয়াকত সালমান।
সভায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, বেলপুকুর থানার সদ্য নিযুক্ত ওসি দ্বয়, শিবপুর হাইওয়ে ফাঁড়ির প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, আনসার সদস্য, বিভিন্ন দপ্তরের উপজেলা কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ধর্ষণ, বাল্যবিবাহ ও মাদকাসক্তি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার আহ্বান জানানো হয়।