স্টাফ রিপোর্টার: "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো ইউএনও কাপ প্রাইজ মানি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১১টায় উপজেলার নিমতলা মাঠে জমকালো আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী টুর্নামেন্টে অংশগ্রহণ ১৬ দল
গত ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। খেলাটি পরিচালনা করেন জয়ন্ত বাবু, শ্যামল রায়, শাফিন রহমান, সোহেল রানা, রিকো মণ্ডল, স্নেহাশীষ কর্মকার ও আমানুল্লাহ আমানসহ আরও অনেকে।
ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই
ফাইনাল খেলায় মুখোমুখি হয় গুড মর্নিং ডায়াগনস্টিক সেন্টার, পুঠিয়া ও দিনাজপুর ব্যাডমিন্টন ক্লাব। পুঠিয়ার পক্ষে খেলেন ইয়ামিন ও ফিরোজ, আর দিনাজপুরের পক্ষে খেলেন আরাফাত ও রুদ্র।
শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে গুড মর্নিং ডায়াগনস্টিক সেন্টার, পুঠিয়া চ্যাম্পিয়ন হয়।
প্রাইজ মানি বিতরণ ও অতিথিদের বক্তব্য
খেলা শেষে বিজয়ী দলের হাতে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলের হাতে ২০ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম নূর হোসেন নির্ঝর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।
পুরস্কার বিতরণকালে ইউএনও এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, "যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য নিয়মিত খেলাধুলা করা উচিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে।"
এই আয়োজনে পুঠিয়াবাসীর বিপুল উৎসাহ ও উপস্থিতি প্রমাণ করে, ক্রীড়ামোদীদের জন্য এমন আয়োজন আরও দরকার। আগামী বছর আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস দিয়েছেন আয়োজকরা।