
আমির হামজা, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
বুধবার (০৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে উপজেলার বড় সেনবাগ এলাকায় রাজশাহী–নাটোর মহাসড়কের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৭৫ বছর। তার নাম আকলিমা বেগম। তিনি রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ মহদিপুর এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা হজরত মন্ডলের মেয়ে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি আকলিমা বেগমকে সড়কের পাশে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, আমরা মরদেহটি যখন উদ্ধার করি তখন তার নাম ঠিকানা জানতে পারিনি। পরে অজ্ঞাত লাশ শনাক্তের বিষয়ে আমরা রাজশাহী পিবিআই এর সহযোগিতা নিয়ে প্রযুক্তি ব্যবহার করে দুপুর সাড়ে ৩ টার দিকে মরাদেহটি সনাক্ত করা হয়। আমরা তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
















