
ধামইরহাট( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক করেছে।
২৬ ডিসেম্বর ১৭০০ ঘটিকায় বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ তৌফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৩-এস হতে আনুমানিক ৩.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভেড়ম এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি মোবাইল এবং ০১টি মোটরসাইকেলসহ ০১ জন চোরাকারবারী মোঃ ওবাইদুল হক(৪২), পিতা-মোঃ গোলাম মোস্তফা, গ্রাম-কেশবপুর, পোস্ট-নাগরগোলা, থানা-পত্নীতলা এবং জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।