শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দলের পথে উপদেষ্টা নাহিদ ও আসিফ, পদত্যাগের গুঞ্জন তুঙ্গে

স্টাফ রিপোর্টার:

আন্দোলন থেকে উঠে আসা ছাত্র-জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছে। এ দলের আনুষ্ঠানিক ঘোষণার আগেই সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। এছাড়া, আগামী জুন মাসে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করতে পারেন বলে সূত্রে জানা গেছে।

 

নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রথমে নতুন দলের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। আহ্বায়ক পদে কে থাকবেন, তা এখনো চূড়ান্ত না হলেও সদস্যসচিব হিসেবে নাহিদ ইসলামের নাম প্রায় নিশ্চিত। এ ছাড়া, ছাত্রদের নেতৃত্বাধীন এই নতুন দলের গঠনতন্ত্র তৈরির কাজও দ্রুত এগিয়ে চলছে।

 

বিএনপির আপত্তি ও নাহিদের জবাব

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি মন্তব্য করেছেন, ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে কোনো রাজনৈতিক দল গঠনের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। তার মন্তব্যের পর নাহিদ ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন, তিনি যদি কোনো রাজনৈতিক দলে যোগ দেন, তবে সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেই তা করবেন। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 

নাহিদ-আসিফ নেতৃত্বে আসছেন?

জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, আন্দোলনের সময় থেকেই নাহিদ ইসলাম প্রথম সারির নেতৃত্বে ছিলেন। জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এক দফা আন্দোলনের অন্যতম ঘোষক ছিলেন। ছাত্র ও জনসাধারণের কাছেও তিনি অত্যন্ত জনপ্রিয়।

 

একটি সাম্প্রতিক বৈঠকে জাতীয় নাগরিক কমিটির বেশিরভাগ সদস্য মত দিয়েছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার উচিত পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে নেতৃত্বে আসা।

 

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “যেমনভাবে ফ্যাসিস্ট-খুনি হাসিনাকে উৎখাত করা হয়েছে, তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে তার দোসর ও সহযোগীদের বিদায় করে একটি কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্রসমাজ।”

 

১৫ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ঘোষণা?

তবে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। তিনি বলেন, “এ বিষয়ে আলোচনা চলছে। তবে এক বিষয় স্পষ্ট—যারা সরকারে থাকবেন, তারা কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না।”

 

আরো পড়ুন: আলুর দাম কম, লোকসানের আশঙ্কায় নিয়ামতপুরের কৃষকরা

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চায়। ইতোমধ্যে দলটির জন্য ২৪ দফার ইশতেহার তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে।

 

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, ১৫ ফেব্রুয়ারির আগেই নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসে কি না।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD