স্টাফ রিপোর্টার, নওগাঁ:
নওগাঁ থেকে গাজীপুর যাওয়ার পথে চাল বোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো চালের সন্ধান মেলেনি, যা স্থানীয় চাল ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে নওগাঁ শহরের মেসার্স মনোরঞ্জন রায় নামের এক ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ১৪ মেট্রিক টন চাল নিয়ে ট্রাকটি গাজীপুরের কালীগঞ্জ থানার জয়দেবপুর ইটখোলা বাঙ্গালগাঁও এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চালক ও হেলপারকে বেঁধে মারধর করে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।
২৫ জানুয়ারি সকালে স্থানীয়রা চালক আবদুল খালেক ও হেলপার ইমরান হোসেনকে উদ্ধার করে। পরে পুলিশ ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করলেও বোঝাই করা চালের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন থানায় মামলা করা হয়েছে।
রাজশাহীতে সড়ক দুর্ঘ/টনায় যুবক নি/হ/ত
এই ঘটনায় চাল ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ নওগাঁ থেকে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত বিপুল পরিমাণ চাল পরিবহন করা হয়। পুলিশ চাল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।