
ধামইরহাট ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পত্মীতলা ব্যাটলিয়ন ১৪ বিজিবি ১৫ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে।
২৩ ডিসেম্বর আনুমানিক ১৭৩০ ঘটিকায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৯ এমপি হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নলপুকুর বুড়োল দিঘী নামক এলাকার স্থানীয় লোকজন কর্তৃক দিঘী খনন করার সময় ০১টি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি দেখতে পায়। নিজস্ব সোর্সের মাধ্যমে বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মোঃ তহুরুল ইসলাম এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় মূর্তিটি পুকুর থেকে উদ্ধার করে। মূর্তিটির ওজন আনুমানিক ২৭.৫৮০ কেজি। পরবর্তীতে লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি, অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর দিকনির্দেশনা মোতাবেক অভিজ্ঞ স্বর্ণকার কর্তৃক নাইট্রিক এসিড ও স্বর্ণের পরীক্ষার মাধ্যমে মূর্তিটি অত্যন্ত উচ্চমানের কষ্টি পাথরের মূর্তি বলে প্রতীয়মান হয় এবং জুয়েলারী সমিতির অভিজ্ঞ কর্মকারের ভাষ্যমতে জানা যায় উদ্ধারকৃত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির মূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশী।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।
















