
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে রালি ও আত্ম- অনুসন্ধান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে ৩ রা জানুয়ারি সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে এক রালি বের করে। রালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রশান্ত চক্রবর্তী। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশিষ কুমার সরকার,। উপস্হিতি ছিলেন প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউনিয়নের চেয়ারম্যান গন,সমাজ সেবা অফিসের বিভিন্ন ভাতা ভোগী সদস্য বৃন্দ প্রমুখ।