বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ধামইরহাটে ঘন কুয়াসায় তীব্র শীতে জনজীবন বিপর্যায়

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাটে ঘন কুয়াসায় তীব্র শীতে জনজীবনে বিপর্যায়। কয়েকদিন থেকে শৈত প্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াসায় আর কনকনে ঠান্ডায় বিপর্যায় হয়ে পডছে সাধারন জনজীবন । ভোর থেকে দুপুর পর্যন্ত সুর্যের মুখ দেখা যায় নেই । ফলে শীতের তীব্রতা আরো বেড়েছে । শীতের কারনে সবচেয়ে বেশি দুর্ভোগে পডছে দরিদ্র অসহায় মানুষ এবং রিক্সা – ভ্যান চালক। শৈত্য প্রবাহের কারনে কৃষি খাতে বিরুপ প্রভাব পডেছে। শীত জনিত কুয়াসায় ইরি-বরো চারা গুলো নষ্ট হয়ে যাচ্ছে । এবং শীত কালিন সবজির প্রচুর ক্ষতি হচ্ছে। রাত -ভর ও দিনের বেলায় বৃষ্টির মত কুয়াসা ঝরছে সংগে বইছে উত্তরের শীতল বাতাস। এতে বেশী ভোগান্তিতে পডছে নিম্নআয়ের মানুষ।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

সম্পাদক: জিয়াউল কবীর স্বপন
বার্তা সম্পাদক: মো. মেহেদী হাসান রাজ
উপদেষ্টা: আনোয়ার হোসেন উজ্জল

জিমেল: rajshahinewstv@gmail.com

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD