শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ধ*র্ষ*ণে শিকার আছিয়ার মৃ*ত্যু*তে বানেশ্বরে মশাল মিছিল; আধা ঘন্টা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:

ধর্ষণে শিকার হয়ে মৃত্যু বরণকারি বহুল আলোচিত মাগুরায় আট বছরের শিশু আছিয়া-সহ দেশব্যাপী নারী নির্যাতন, স্কুল কলেজের শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে রাজশাহীর বৃহত্তর হাট-বাজার বানেশ্বরে মশাল মিছিল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

 

 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ৭.৪৫ মিনিট রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর ট্রাফিক থেকে মশাল নিয়ে মিছিল তৈল পাম্পাম প্রদক্ষণ শেষে ট্রাফিক মোড়ে মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

 

এ সময় নেতৃবৃন্দরা আট বছরের শিশু আছিয়া-সহ দেশের সকল ধ*র্ষ*ণে*র সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁ*সিতে ঝুলিয়ে বিচার কার্যকারের দাবি করেন। সেই সঙ্গে ধ*র্ষ*ণ বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান।

 

মশাল মিছিল বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন, মোঃ রোকনুজ্জামান, রাফিদ, মুগ্ধ, নূর মোহাম্মদ, মোমিন, তৌহিদ, অনিক, মনিরুল, সোহানুর, রোকন সরকার, শাহিনুর, কাওছার-সহ বানেশ্বর কলেজের অন্যান্য সাধারণ শিক্ষার্থীগন।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD