
রাজন আহমেদ : দুর্গাপুর উপজেলার ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়নে উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি লক্ষ্য করা যাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নের সকল ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় করে একের পর এক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে চলেছেন।
ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অবকাঠামোগত উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রমের পাশাপাশি সাধারণ জনগণের ধর্মীয় চাহিদার কথা বিবেচনা করে একটি নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ইউনিয়নের মুসল্লি ও সেবা গ্রহণকারীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ৭ নং ইউপি সদস্য আবুল বাসার বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের সবাইকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করছেন। ইউনিয়নের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে যে উন্নয়নমূলক উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, তার মধ্যে মসজিদ নির্মাণ একটি প্রশংসনীয় কাজ।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছি ইউনিয়নের সকল সদস্যকে সঙ্গে নিয়ে মানুষের জন্য কাজ করতে। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় সেবার বিষয়টি মাথায় রেখেই মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দেলুয়াবাড়ী ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।”
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।