নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি সংশ্লিষ্ট বিষয় নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিত্তিহীন সংবাদ এবং বিকৃত ভিডিওর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদকারীরা অভিযোগ করেন—একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে অফিস এবং এখানকার কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সংশ্লিষ্ট সংবাদের মাধ্যমে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এবং একটি রাতের ৩ মিনিটের ভিডিওকে বিকৃত করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব প্রচার সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যমূলক এবং তথ্য যাচাইবিহীন বলে দাবি করেন তারা।
তাদের বক্তব্য—এমন ভিডিও ও সংবাদ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে অফিসের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। অথচ সেবাপ্রাপ্তদের সুবিধা নিশ্চিত করতে প্রতিনিয়ত স্বচ্ছভাবে সেবা প্রদান করা হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন—সাব-রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে সিন্ডিকেট পরিচালনা, অনিয়ম ও ঘুষ লেনদেনের ব্যাপারে যে তথ্য প্রকাশ করা হয়েছে—তা বাস্তবতার কোনো ভিত্তি নেই। কেউ যদি প্রকৃত প্রমাণ দেখাতে পারেন তবে আইনগতভাবে তা মোকাবেলা করতে তারা প্রস্তুত।
তারা আরও বলেন—“ভিডিও ফুটেজের কাটা-ছেঁড়া অংশ দেখিয়ে দায়ী প্রমাণ করার চেষ্টা বন্ধ হোক। পুরো ঘটনা তুলে ধরে সত্য যাচাই করতে হবে।”
প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়—সাম্প্রতিক সংবাদে যে অভিযোগ করা হয়েছে, তা প্রমাণহীন। বরং জনগণের সেবায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। সংবাদ প্রকাশের আগে ন্যূনতম অনুসন্ধান ও যাচাই করা সাংবাদিকতার নৈতিকতা—যা কিছু গণমাধ্যম অমান্য করেছে বলেও দাবি করা হয়।
বক্তারা সাংবাদিকদের উদ্দেশে বলেন—সত্য তথ্য নিশ্চিত করে সংবাদ পরিবেশন করুন। হয়রানিমূলক, প্রপাগান্ডা ও ক্লিকবেইট সংবাদ বন্ধ করুন। অন্যথায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।
সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে কর্মকর্তারা জানান—অসত্য প্রচার বন্ধ না হলে এবং অফিসের ভাবমূর্তি নষ্টের প্রচেষ্টা অব্যাহত থাকলে প্রশাসন ও আইনের শরণাপন্ন হবেন তারা। একই সঙ্গে প্রকৃত সত্য উদঘাটনে প্রয়োজনীয় তদন্তের দাবি জানান।
এ সময় স্থানীয় সেবাগ্রহীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের প্রতি আস্থা ও সমর্থন জানান।