শুক্রবার | ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে সাতসকালে ছিনতাই: নারী প্রভাষকের ব্যাগ ছিনিয়ে নিল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুর পৌর সদরে সাতসকালে এক নারী প্রভাষকে ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুর্গাপুর-শিবপুর রাস্তা সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নারী প্রভাষক সাবরিনা আক্তার দুর্গাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের প্রভাষক। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে তিনি সিএনজিযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী চলন্ত অবস্থায় তার হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সাবরিনা আক্তারের সহকর্মী প্রভাষক নাজমুল হোসাইন বলেন, প্রতিদিনের মতো আজ সকালেও সাবরিনা আক্তার সিএনজিতে করে কলেজে আসছিলেন। পথিমধ্যে ফায়ার সার্ভিসের সামনে পৌছানো মাত্রই হঠাৎ দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে তার হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। হাতব্যাগে মোবাইল, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায় ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

প্রভাষক সাবরিনা জানান, ছিনতাইকৃত ব্যাগে তার স্মার্টফোন, নগদ টাকা এবং একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। এ ঘটনার পর তিনি দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা বলেন, ঘটনার বিষয়ে আমি এখনো অবগত না। তবে ভুক্তভোগী প্রভাষকের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

সম্পাদক: জিয়াউল কবীর স্বপন
বার্তা সম্পাদক: মো. মেহেদী হাসান রাজ
উপদেষ্টা: আনোয়ার হোসেন উজ্জল

জিমেল: rajshahinewstv@gmail.com

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD