
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. নুরুজ্জামান লিটন তিনটি কলেজ ও একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন।
বুধবার সকালে রাজশাহীর দুর্গাপুরে শিক্ষকদের সাথে একটি অনাড়ম্বর মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, “বিগত সময়ে জুলুম ও নির্যাতনের পরও বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। ধৈর্য, সংযম ও তাকওয়ার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। যুবকদের রাসূল (সা.)-এর জীবনযাপন অনুসরণ করে প্রকৃত মানুষ ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে। তাদেরকে দেশ ও জাতি গঠনে এগিয়ে আসতে হবে।”
শিক্ষকদের উদ্দেশে নুরুজ্জামান লিটন বলেন, “শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হয়, সেজন্য তাদেরকে কুরআন ও হাদিসের শিক্ষা দিয়ে রাসূল (সা.)-এর আদর্শে গড়ে তুলতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির জন্য ইসলামী আদর্শে নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়, ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ইসলামী রাষ্ট্র ও সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। এই আন্দোলন ও সংগ্রামে সকল শিক্ষকের সহযোগিতা প্রয়োজন।”
মতবিনিময় সভায় হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজ, বখতিয়ারপুর ডিগ্রি কলেজ, বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় ও দেওকান্দি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারি শামীম উদ্দিন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, দেলুয়াবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান, জয়নগর ইউনিয়ন সভাপতি এজাজুল হক, জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আলাউদ্দিন ও প্রবীণ জামায়াত নেতা মশির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।