সোমবার | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে যুব ও সুধী সমাবেশে অংশগ্রহণ, ইসলামী সমাজ গঠনের প্রত্যয়

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫নং ঝালুকা ইউনিয়নের পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে যুব ও সুধী সমাবেশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ আয়োজন করে।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী–৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চায়। কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে জনমত তৈরি করতে হবে।

 

এসময় বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাষ্টার মোঃ শামীম উদ্দিন এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও ঝালুকা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ মুক্তার হোসেন।

 

সমাবেশে ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঝালুকা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আলিউল ইসলাম।

সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ নির্বাচন, জনগণের অংশগ্রহণ এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

 

এছাড়া ইউনিয়নের সেক্রেটারি প্রভাষক রফিকুল ইসলামসহ স্থানীয় কিছু নেতাকর্মী, যুব সমাজ ও সুধীজন সমাবেশে উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, এ আয়োজনের মাধ্যমে ঝালুকা ইউনিয়নে রাজনৈতিক সচেতনতা ও গণসংযোগ কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD