বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে জুলফার নাঈম মোস্তফার গণসংযোগে জনতার ঢল

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী,রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং পুঠিয়া দুর্গাপুরের দুইবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম এডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান মোঃ জুলফার নাঈম মোস্তফা,দূর্গাপুর উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজারে গণসংযোগ করেছেন।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেন তিনি এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির লক্ষ্য তুলে ধরেন।

গণসংযোগ শুরু হয় কানপাড়া বাজার থেকে প্রতিটি ওয়ার্ডের হাটবাজার হয়ে রাতের শেষ প্রান্তে তিনি পানানগর ইউনিয়নের এক ইসলামী জালসায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

গণসংযোগ চলাকালীন এক বক্তব্যে জুলফার নাঈম মোস্তফা বলেন,আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান মনোনয়ন নামক আশীর্বাদ না দিলেও আমার শেষ নিশ্বাস পর্যন্ত দুর্গাপুর পুঠিয়ার মানুষের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ। কারণ আমি আপনাদের মাঝে না আসলে বুঝতেই পারতাম না আমার বাবার প্রতি আপনাদের এত ভালবাসা রয়েছে।দুর্গাপুর পুঠিয়ার মানুষ আমার বাবাকে এতটাই ভালবাসে আমি যখন গণসংযোগে আসি তখন সেটা গণজোয়ারে পরিণত হয়ে যায়।

তিনি আরো বলেন,আমার বাবা এ্যাড. নাদিম মোস্তফা দুর্গাপুর পুঠিয়ার যে উন্নয়ন করে রেখে গেছেন আমি মনে করি ইনশাআল্লাহ আমি তার দেখানো পথেই দুর্গাপুর পুঠিয়া কে এগিয়ে নিয়ে যেতে পারবো। এছাড়াও যারা আওয়ামী লীগকে পূর্ণবাসনের চেষ্টা চালাচ্ছেন,তাদের উদ্দেশ্যে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

এ সময় উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এস এম আকবর হোসেন বাবলু,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সামাদ, উপজেলা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মণ্ডল,উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ চয়েন উদ্দিন,জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন সহ প্রমূখ।

গণসংযোগে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD