শুক্রবার | ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে জয়নগর ইউ‌নিয়‌ন জামায়াতের ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দূর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং জয়নগর ইউনিয়নের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২মার্চ)বিকাল ৪ ঘটিকায় উপজেলার জয়নগর ইউনিয়নের দাওকা‌ন্দি উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অ‌তিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন জেলা জামায়াতের সেক্রেটারি মো: গোলাম মুর্তজা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

প্রধান অতিথি মো: গোলাম মর্তুজা তার বক্তব্যে বলেন, আগামীতে সৎ ও যোগ্য লোকের হাতে নেতৃত্ব দিতে হবে। তাহলে অনিয়ম ও দুর্নীতি হবে না। তাই আগামী নির্বাচনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে।

প্রধান আলোচক মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, ইসলামী দলগুলোকে বাদ দিয়ে আগামীতে কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। সমমনা ইসলামী দল এবং গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দলগুলো নিয়ে আগামীতে যে জোট হতে যাচ্ছে জাতীয় রাজনীতিতে সেই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

জয়নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার এজাজুল হকের সভাপতিত্বে ও মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অ‌তিথি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন দুর্গাপুর উপ‌জেলা আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমীর ও সাবেক ছাত্রনেতা নূর আলম, প্রবীণ জামায়াত নেতা মসির উদ্দিন, ড. আক্কাস আলী, অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD