শনিবার | ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে আধুনিক সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গঠিত হলো ‘দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব’

রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে সৎ সংবাদচর্চা, আধুনিক যোগাযোগ মাধ্যমের ধারা ও মুক্ত সাংবাদিকতার অঙ্গীকারকে সামনে রেখে একঝাঁক তরুণ ও উদ্যমী সংবাদকর্মীর হাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল “দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব”। বৃহস্পতিবার ৪-ডিসেম্বর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণে ঘোষণা করা হয় আংশিক এই প্রেসক্লাব কমিটি।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক পর্যবেক্ষণ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জুবায়ের তুহিন (দৈনিক সানশাইন)।

সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক (দৈনিক বার্তা), সহ-সভাপতি মোঃ খুরশেদ আলম (আমাদের মাতৃভূমি) ও মোঃ মাসুদ রানা তুষার (দৈনিক সমাচার)।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন মোঃ রাকিবুল ইসলাম (দৈনিক সরেজমিন বার্তা)।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান (দৈনিক খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমন (দৈনিক আলোর দিগন্ত), আইন বিষয়ক সম্পাদক মোঃ আমিনুর হক বিজয় (দৈনিক আওয়ার বাংলাদেশ), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল শামস্ (দৈনিক ইনকিলাব), প্রচার সম্পাদক মোঃ এজাজ মুন্না আগুন (নিউজ বিডি জার্নালিস্ট-২৪),ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ শিহাব আলম সম্রাট (দৈনিক বাংলাদেশ সমাচার) এবং ক্রিয়া ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম (দৈনিক উপচার)।

নির্বাহী সদস্য হিসেবে যুক্ত রয়েছেন মোঃ শাহ জামাল পিকে (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), মোঃ নাইম ইসলাম (দৈনিক বাংলার রূপ)।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন-মোঃ নাজমুল ইসলাম (দৈনিক তৃর্ণমূল), মোঃ রাসেল হোসেন (দৈনিক সমকাল), মোঃ বাবলু আলী (দৈনিক সকালের শিরোনাম), মোঃ আবির হাসান রনি (দৈনিক আজকের খবর), মোঃ জিল্লুর রহমান (দৈনিক সকালের সময়), মোঃ মেহেদী হাসান (দৈনিক বিজয় ২৪), আমানুল্লাহ আমান ও নাহিদ হাসানসহ আরও অনেকে।

নবগঠিত নেতৃত্ব জানিয়েছে“সত্য, সততা আর স্বচ্ছতার ভিত্তিতে দুর্গাপুরের সাংবাদিকতা নতুন পথ দেখবে। জনদুর্ভোগ, গণমানুষের কথা ও এলাকার বাস্তব সমস্যাগুলো সামনে আনা হবে নির্ভীকভাবে।”

তরুণদের এই উদ্যোগ দুর্গাপুরে পেশাদার সাংবাদিকতার মান আরও সমৃদ্ধ করবে—এমন প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD