
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ বিতর্কিত মন্তব্য করে আবারো আলোচনার কেন্দ্রে। দিল্লি বিধানসভা নির্বাচনে জিতলে রাজধানী দিল্লিকে বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি।
সম্প্রতি দিল্লির একটি নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে অমিত শাহ বলেন, “বাংলাদেশি ও রোহিঙ্গারা দিল্লির নিরাপত্তার জন্য বড় হুমকি। আমাদের সরকার ক্ষমতায় আসার পর একটিও বাংলাদেশি কিংবা রোহিঙ্গাকে এখানে থাকতে দেওয়া হবে না। এনআরসি ও সিএএ-র মাধ্যমে তাদের চিহ্নিত করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে।”
অমিত শাহর এ বক্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা বলছেন, এটি ধর্মীয় বিভাজন তৈরির একটি পরিকল্পিত পদক্ষেপ। দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, “বিজেপি শুধুই বিভাজনের রাজনীতি করে। উন্নয়ন নিয়ে কোনো কথা নেই তাদের।”
উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচন সামনে রেখে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। অমিত শাহের এমন মন্তব্য ভোটারদের মধ্যে কী প্রভাব ফেলবে, তা নিয়ে চলছে তর্ক-বিতর্ক।