
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। তাহলে বাংলাদেশের মানুষের মুক্তি হবে। নতুন বাংলাদেশ গড়তে ৩১ দফার কোনো বিকল্প নেই।
বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪:২০ মিনিটে পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউনিয়নের শিবপুর বাজারে আখ সেন্টার মাঠে, শিবপুর হাট ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গাজীউর রহমান সরদারের সভাপতিত্বে এবং বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজান আব্দুল্লাহর সঞ্চালনায় বিএনপির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জুলফার নাঈম মোস্তফা।
তিনি আরও বলেন, “পুঠিয়া-দুর্গাপুরের লোকজন আমার বাবা, সাবেক এমপি মরহুম নাদিম মোস্তফাকে খুব ভালোবাসতেন। তার ফলস্বরূপ তিনি আপনাদের জন্য উন্নয়নের রূপকার ছিলেন। তাই, তাঁর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব।”
পুঠিয়ার বানেশ্বর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হুদা বাবু
বানেশ্বর বণিক সমিতির আহ্বায়ক মতিউর রহমান
বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পোলান সরদার
৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার হাফিজুর রহমান
তপন দাস
মাহাতাব মাস্টার