
ডেস্ক নিউজ: ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ শুধু ড. ইউনূসের ইন্টারভিউ নয়, তার সঙ্গে বসে কাচ্চি, পায়েস ও পিঠা খেতেও চান!
রিপাবলিক বাংলার এই সাংবাদিককে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ‘জবাব চায় বাংলা’ টকশোতে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করেন ময়ূখ, যার মধ্যে ছিল শেখ হাসিনার ছবি ডাস্টবিনে ফেলা, সেন্টমার্টিন বিক্রির গুঞ্জনসহ নানা বিতর্কিত প্রসঙ্গ। ঠান্ডা মাথায় সব প্রশ্নের জবাব দেন প্রেস সচিব।
এ সময় বাংলাদেশে সরেজমিনে এসে বাস্তবতা দেখার আহ্বান জানালে ময়ূখ রাজি হন এবং জানান, তিনি ড. ইউনূসের সঙ্গে কাচ্চি ও পিঠা খেতে চান!