
স্টাফ রিপোর্টার: গত ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গেল মাসে বিশেষ ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী ১ লাখ অনিবন্ধিত প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়। ১২টি ভ্যাট কমিশনারেট এ জরিপ পরিচালনা করে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার আগে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে।
এনবিআরের সর্বোচ্চ পরিমাণ কর আদায় হয় ভ্যাট হতে। গত বছর রাজস্ব আদায়ের ৩৮ শতাংশ ভ্যাট হতে এসেছে। এর আওতা বাড়ানোর মাধ্যমে, রাজস্ব আদায় উল্লেখযোগ্য পরিমান বাড়ানো সম্ভব বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
ইতোমধ্যেই আইন সংশোধন করে বাৎসরিক টার্নওভার ৩ কোটি টাকার পরিবর্তে ৫০ লাখ টাকার অধিক হলেই নিবন্ধনের বিধান করা হয়েছে। এনবিআর বলছে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনলাইনভিত্তিক দক্ষ ভ্যাট ব্যবস্থা বাস্তবায়নের কাজ চলছে। এতে ভোক্তা ও ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
















