শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনের টিকিটেই বিআরটিসি বাসে যাত্রী পরিবহন: রেলের বিকল্প ব্যবস্থা চালু

ডিজিটাল ডেস্ক:

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ কমাতে বাংলাদেশ রেলওয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এখন ট্রেনের জন্য কেনা টিকিটেই যাত্রীরা গুরুত্বপূর্ণ রুটে বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন।

 

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক জরুরি বার্তায় এই বিকল্প ব্যবস্থা চালুর ঘোষণা দেন।

 

বার্তায় জানানো হয়েছে, ট্রেন বন্ধ থাকার কারণে ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ট্রেনের টিকিট দিয়েই বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন। একইভাবে, এসব স্থান থেকে ঢাকার উদ্দেশেও এই বিশেষ বাস সার্ভিস চালু থাকবে।

 

রেলওয়ে জানিয়েছে, এই বিশেষ বিআরটিসি বাস সার্ভিস আপাতত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চালু থাকবে। এর মাধ্যমে যাত্রীদের ভোগান্তি লাঘবের চেষ্টা করা হচ্ছে।

 

উল্লেখ্য, রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে সৃষ্ট এই অচলাবস্থায় যাত্রীদের জন্য এ ব্যবস্থা গ্রহণকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

 

এতে যাত্রীরা কোনো বাড়তি খরচ ছাড়াই তাদের নির্ধারিত গন্তব্যে যেতে পারবেন, যা বর্তমান পরিস্থিতিতে একটি স্বস্তির খবর।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD