নিজস্ব প্রতিবেদক: ফসলের ন্যায্য দাম ও বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবিতে নাটোরের কৃষকরা মহাসড়কে টমেটো ফেলে বিক্ষোভ করেছেন। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার একডালা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে কৃষকরা প্রতিবাদ জানান। এতে নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের টমেটো ও আম চাষিরাও অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান, আমসহ বিভিন্ন ফলের ওপর ৫-১৫ শতাংশ নতুন ভ্যাট আরোপ করায় প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো টমেটো সংগ্রহ বন্ধ করে দিয়েছে। এতে কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছেন, ক্ষেতেই নষ্ট হচ্ছে টমেটো। বাধ্য হয়ে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
কৃষকদের দাবি, টমেটো ও আমের পাল্পের ওপর বর্ধিত ভ্যাট ও শুল্ক অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নইলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।