
স্টাফ রিপোর্টার:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “জামায়াত শুধু মুনাফেকি করেছে, তারা কোনো ভালো কাজ করেনি।” বিএনপি কখনো জামায়াতকে সমর্থন করেনি বলেও দাবি করেন তিনি।
বুধবার বিকেলে রাজশাহীর বাগমারার তাহেরপুর হাইস্কুল মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, “শেখ হাসিনা ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। পদ্মা সেতু ও মেট্রোরেল শুধু টাকা মারার জন্য করেছেন। ভারত যা চেয়েছে, হাসিনা তা দিয়েছে।”
তিনি আরও বলেন, “ছাত্র জনতার রক্তঝরা আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটেছে, অথচ জামায়াত আওয়ামী লীগকে মাফ করতে চায়—এটা দুর্ভাগ্যজনক।”
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু।